হিরো যাচ্ছে সাফারি পার্কে
রাঙামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ি থেকে উদ্ধার করা হয়েছে ‘হিরো’ নামে একটি পোষা ভাল্লুক। মঙ্গলবার উপজেলার তুলবান নামক গ্রামের বাসিন্দা জনৈক কালাচান চাকমার বাড়ি থেকে ভাল্লুকটি উদ্ধার করেছেন বন বিভাগের কর্মচারীরা।
উদ্ধার করা ‘হিরো’ নামে পোষা ভাল্লুকটিকে পাঠানো হবে সাফারি পার্কে। বুধবার পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কালাচান চাকমা প্রায় দেড় বছর আগে তার জুম ক্ষেতে কাজ করার সময় ভাল্লুকটি পেয়ে নিজ বাড়িতে নিয়ে পালন করেন। পোষ মানা ভাল্লুকটির নাম দেয়া হয় হিরো। কিন্তু বড় হয়ে ঘরের খাবার-দাবার খেয়ে সাবাড় করে দিতো ভাল্লুকটি। এতে বেকায়দায় পড়েন তার প্রভু কালাচান চাকমা। শেষে নিরূপায় হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তন্টুমণি চাকমাকে বিষয়টি জানান তিনি। পরে ইউপি চেয়ারম্যান তন্টুমণি চাকমা বন বিভাগের লোকজনকে জানালে বাঘাইছড়ি বিট কর্মকর্তা জিতেন্দ্র দেবনাথ তার বন বিভাগের লোকজন নিয়ে কালাচান চাকমা বাড়ি থেকে ভাল্লুকটিকে উদ্ধার করে উত্তর বন বিভাগের রাঙামাটি হেডকোয়ার্টারে নিয়ে আসেন।
এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, উদ্ধার করা ভাল্লুকটি চট্টগ্রামের ডুলহাজরা সাফারি পার্ক অথবা গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এসে নিয়ে যাবে। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাঙামাটির হেডকোয়ার্টারে ভাল্লুকটি রাখা হয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/এমজেড/আরআইপি