রাজীবকে রিমান্ড দেয়ায় ছাত্রদলের নিন্দা


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে আবারো দুই দিনের রিমান্ড দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।  বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, এই অবৈধ সরকারের অবস্থা দেখে মনে হচ্ছে তারা যেন ছাত্রদল সভাপতিকে রিমান্ড দেয়ার মহাউৎসবে মেতে উঠেছে। এ পর্যন্ত ছাত্রদল সভাপতিকে মিথ্যা ও বানোয়াট মামলায় যে কয়েকদিনের রিমান্ড দেয়া হয়েছে দেশে আইনের শাসন থাকলে তাকে হয়ত সে কয়েকদিন জেলও খাটতে হত না। বিরোধী ছাত্রসংগঠনকে নিষক্রিয় করে দিতে তারা দমন-পীড়নকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কিন্তু এর ফল যে উল্টো হতে পারে সেটি বোধ হয় ভুলে গেছেন।

নেতৃদ্বয় বলেন, এ দেশে প্রকাশ্যে শিক্ষকদের গায়ে হাত তোলে ছাত্রলীগ, ছাত্রলীগ কাছে করজোড়রত প্রশাসনকে দেশবাসী দেখতে পায়। আর কোনো অন্যায় না করেও আজ ছাত্রদলের নেতা-কর্মীদেরকে ঘরে থাকতে দেয়া হচ্ছে না।

নেতৃদ্বয় আরো বলেন, এভাবে কোনো দেশ চলতে পারে না। এসব অত্যাচার আর নির্যাতকে আর সহ্য করা হবে না। ছাত্রদল অচিরেই দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে এই জুলুম নির্যাতনের সমুচিত জবাব দিবে বলেও হুঁশিয়ার করেন তারা। নেত্বৃদ্বয় অবিলম্বে ছাত্রদল সভাপতির নিঃশর্ত মুক্তি দাবি করেন।

প্রসঙ্গত, বুধবার শাহবাগ ও মতিঝিল থানার ২ মামলায় আদালত ছাত্রদল সভাপিতকে আরো দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এমএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।