জঙ্গি হামলার শঙ্কা, উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৫ এপ্রিল ২০১৯

ভারতের একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে টার্গেট করতে পারে জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ। উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে, জঙ্গিদের টার্গেটে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আরএসএস প্রধান মোহন ভাগবত।

এছাড়াও বেশকিছু ধর্মীয় স্থান ও রেল স্টেশনে হামলা চালাতে পারে জঙ্গিরা। এই আশঙ্কায় পুরো উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরপ্রদেশের ডিজিপি ওপি সিং জানিয়েছেন, গত ২১ এপ্রিল হামলার হুমকি দিয়ে দু'টি রেল স্টেশনে হাতে লেখা ২টি চিঠি পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুটি চিঠির বক্তব্য একই।

হামলা করা হতে পারে বারাণসীর বিশ্বনাথ মন্দির ও অযোধ্যার রাম জনমভূমিতে। এছাড়াও পশ্চিম উত্তরপ্রদেশের কিছু রেল স্টেশনেও হামলা করা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে।

গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের হুমিক এলো। গত ১৯ এপ্রিল রেলের একাধিক ঊচ্চপদস্থ কর্মকর্তা হুমকি চিঠি পান। চিঠি এসেছিল জয়েশের এরিয়া কমান্ডার মনসুর আহমেদের কাছ থেকে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।