শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর সম্প্রতি হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্থায়ী ক্যাম্পাস কর্ণকাঠীতে শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, সাধারন সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, সাবেক সভাপতি মো. শফিউল আলম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মুহসিন উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক।

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। জাতির বিবেক শিক্ষকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তারা। পাশাপাশি শিক্ষাঙ্গনকে কলঙ্কমুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও কঠোর হওয়ার অনুরোধ করেন তারা।

সাইফ আমীন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।