৯ স্ত্রী ও ৪২ সন্তান রেখে গেলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ এএম, ২৩ এপ্রিল ২০১৯

সংযুক্ত আরব আমিরাতে ৯ জন স্ত্রী ও ৪২ সন্তান রেখে মারা গেলেন সালেম জুমা আল ঘাফেরি নামে এক শেখ। সম্প্রতি ১০০ বছর বয়সে মারা যান। এলাকায় তিনি পরিচিত ছিলেন কফি তৈরির জন্য।

আমিরাতের রাস আল খাইমাহ রাজ্যে প্রায় ৩০ বছর ধরে নিজের হাতে তৈরি করা কফি বিক্রি করতেন তিনি। কফির জাদুতে মন জয় করেছেন অসংখ্য মানুষের।

তার ১৬তম সন্তান আলি আল ঘাফেরি বলেন, বাবার মতো আররি কফি কেউ তৈরি করতে পারতেন না। কেউ কোনোদিন ভাবতেও পারতেন না। এক হাতে অন্তত ১২ কাপ কফি ধরতে পারতেন তিনি।

তিনি আরও বলেন, আমিরাতের ঐতিহ্যবাহী খাবার গ্রহণ করতেন বাবা। সবচেয়ে বেশি ভালোবাসতেন খেজুর ও মধু। প্রতিদিনই হাঁটাহাঁটি করতেন, এমনকী সাঁতারও কাটতেন।

জানা গেছে, সালেম জুমা আল ঘাফেরি ৯ বার বিয়ে করেছিলেন। সব মিলিয়ে ৪২ সন্তান রয়েছে তার। তার জন্ম ডিব্বায়, তবে জীবনের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন রাস আল খাইমাহতে।

আমিরাতের ফুজাইরাহতে মত্স্যজীবী এবং সৌদি আরবে বিল্ডার হিসেবেও কাজ করেছেন তিনি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।