শ্রীলঙ্কায় হামলা : নিহতদের পরিচয় মিলছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১২ এএম, ২২ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত দুই শতাধিক মানুষের মধ্যে পাঁচজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রোববার ইস্টার সানডের অনুষ্ঠান চলাকালে একাধিক গির্জায় ভয়াবহ বোমা হামলা হয়।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববারের ওই নৃশংস হামলায় পাঁচ ব্রিটিশসহ একজন ডাচ, তিনজন ভারতীয়, একজন পর্তুগিজ, ডেনমার্কের তিনজন, তুরস্কের দুইজন এবং একজন জাপানি নাগরিক নিহত হয়েছেন।

শ্রীলঙ্কায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার জেমস ডাউরিস বলেছেন, ‘কিছু ব্রিটিশ নাগরিক বিস্ফোরণের মধ্যে পড়েছে বুঝতে পারছি কিন্তু তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা এখনো বলা যাচ্ছে না।’

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি জানিয়েছেন, শ্রীলঙ্কায় হামলার পর তার একজন আত্মীয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিজের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, টিউলিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। হামলার পর প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই শেখ সেলিমের নাতির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শেখ সেলিমের মেয়ে-জামাই পরিবারসহ শ্রীলঙ্কায় অবস্থান করছিলেন।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, শ্রীলংকায় বোমা হামলায় নিহতদের মধ্যে দুজন তুরস্কের নাগরিকও রয়েছেন। তারা প্রকৌশলী হিসেবে শ্রীলঙ্কায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী কলম্বোর জাতীয় হাসপাতালের মর্গে পরিচিয়বিহিনী ২৫টি মরদেহ রয়েছে। ধারণা করা হচ্ছে তারা সবাই বিদেশি নাগরিক। তাছাড়া বোমা হামলার ঘটনায় আহত ১৯ বিদেশি কলম্বোর জাতীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএ/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।