প্যারিসে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৮


প্রকাশিত: ০৯:৫০ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বুধবার সকালের দিকে প্যারিসের ১৮তম জেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

ফরাসি কর্মকর্তারা জানান, মন্তমার্টে পাহাড়ের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ভবনের অন্যান্য অ্যাপার্টমেন্টেও আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দমকল বিভাগের শতাধিক কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তারা ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনুভে বার্তা সংস্থা এএফপিকে বলেন, মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এর কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তবে ভবনটিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।

অগ্নিকাণ্ডে ওই এলাকার ১৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্যারিসের মেয়র আনা হিডালগো। গত এক দশকের মধ্যে প্যারিসে এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বলে তিনি মন্তব্য করেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।