আইএস যোদ্ধারা বিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছেন


প্রকাশিত: ০৩:১৩ এএম, ১৮ অক্টোবর ২০১৪

ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা এবার বিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছেন। সিরিয়ার সেনাবাহিনীর কাছ থেকে দখলে নেওয়া বিমানে তারা এ প্রশিক্ষণ নিচ্ছেন। আর তাদের সহযোগিতা করছেন ইরাকের পাইলটরা।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস’ শুক্রবার এ তথ্য জানিয়েছে। সংগঠনটির প্রধান রামি আব্দুল রহমান বলেন, আইএস যোদ্ধারা সিরিয়ার আলেপ্পো শহরের পূর্বের আল-জারাহ সামরিক বিমানঘাঁটি দখলে নিয়েছেন। এখন তারা সেখানে বিমান উড্ডয়ন ও অবতরণ করাচ্ছেন। এটাই তাদের বিমানঘাঁটি দখলের প্রথম ঘটনা।

তিনি আরও বলেন, ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের আমলে যারা পাইলট ছিলেন তাদের অনেকেই এখন আইএসের সঙ্গে যোগ দিয়েছেন। তারাই আইএস যোদ্ধাদের বিমান চালানোর প্রশক্ষিণ দিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, সিরিয়ার বিমান বাহিনীর কাছ থেকে দখল করা যুদ্ধবিমান মিগ-২১ কিংবা মিগ-২৩ মডেলের হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।