কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ প্রত্যাহার


প্রকাশিত: ০৬:০১ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আড়াই ঘণ্টা পর কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন অটোরিকশা মালিক-শ্রমিকরা।

বুধবার সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কথা বলে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অটোরিকশা মালিক-শ্রমিকরা।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের বিষয়টি নিয়ে সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সরকারের সঙ্গে কথা বলে এর সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন অটোরিকশা মালিক-শ্রমিকরা। এর ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।



এর আগে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল ৮টা থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলি, সুহিলপুর, নন্দনপুরসহ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন অটোরিকশা মালিক-শ্রমিকরা। এ সময় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে বহনকারী গাড়িটিও অবররোধের কবলে পড়েন।

অবরোধ চলাকালে বিক্ষুব্ধ অটোরিকশা মালিক-শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এর ফলে মহাসড়কের দু’পাশে ১২ কিলোমিটার অংশ জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।