পর্তুগালে বাস উল্টে ২৯ জার্মান পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০১ পিএম, ১৮ এপ্রিল ২০১৯

পর্তুগালের মাদেইরা দ্বীপে একটি বাস উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। নিহতরা সবাই জার্মান পর্যটক।

ক্যানিকো শহরের কাছে ওই বাস দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছে। পর্তুগালের বার্তা সংস্থা লুসা জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটেছে। একটি জংশনে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।

স্থানীয় মেয়র ফিলিপ সৌসা বলেন, যা ঘটেছে তা বর্ণনা করার কোন ভাষা আমার নেই। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মুখোমুখি হতে পারব না আমি।

তিনি জানিয়েছেন, পর্যটকবাহী ওই বাসটিতে জার্মান পর্যটকরা ছিলেন। কিন্তু হতাহতদের মধ্যে স্থানীয় লোকজনও থাকতে পারে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১৭ জন নারী।

বাসটিতে চালক এবং একজন ট্যুর গাইড ছাড়াও আরও ৫৫ জন যাত্রী ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।