মোদির হেলিকপ্টারে তল্লাশি করে নির্বাচনী পর্যবেক্ষক বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৮ এপ্রিল ২০১৯
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা না বলেই তার হেলিকপ্টারে তল্লাশি চালানোয় বরখাস্ত করা হয়েছে এক নির্বাচনী পর্যবেক্ষককে। বুধবার ওড়িষ্যার পশ্চিমাঞ্চলীয় সম্বলপুরে এই ঘটনা ঘটেছে।
নির্বাচন কমিশনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এসপিজি নিরাপত্তা বলয়ে থাকা ভিভিআইপিদের সম্পর্কে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করেছেন কর্ণাটক ক্যাডেটের এক কর্মকর্তা। তাই তাকে বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার মুহাম্মদ মহসিন নামের ওই আইপিএস কর্মকর্তা প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে তল্লাশি চালান। তারপরেই এনিয়ে প্রবল হইচই শুরু হয়ে যায়। নির্বাচন কমিশনের কাছে এনিয়ে রিপোর্ট পাঠান সম্বলপুরের জেলাশাসক ও ওড়িষ্যার ডিআইজি।
নির্বাচন কমিশনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই পর্যবেক্ষক আদর্শ আচরণবিধি অনুযায়ী কাজ করেননি। আচমকা ওই তল্লাশির জন্য প্রধানমন্ত্রীকে ১৫ মিনিট আটকে থাকতে হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবারই ওড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের হেলিকপ্টারও আচমকা তল্লাশি করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সেদিন সম্বলপুরে তল্লাশি চালানো হয় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কপ্টারেও।
টিটিএন/জেআইএম