মেহেরপুরে বাস চলাচল বন্ধ


প্রকাশিত: ০৫:০৩ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

বাস ভাঙচুরের প্রতিবাদ ও মেহেরপুর-কাথুলি এবং মেহেরপুর মহাজনপুর সড়কে ইজিবাইক বন্ধের দাবিতে মেহেরপুরে চলছে পরিবহন ধর্মঘট। সকাল থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দূরপাল্লার পরিবহন চলাচল করছে।

বুধবার সন্ধ্যার মধ্যে দাবি মানা না হলে রাত থেকে সকল প্রকার দূরপাল্লার বাস, ট্রাক ও মাইক্রোবাস চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।

মেহেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জাগো নিউজকে বলেন, সোমবার বিকেলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনসহ প্রশাসনের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় মেহেরপুর-কাথুলি সড়কের কায়েমকাটার মোড় ও মেহেরপুর-মহাজনপুর সড়কের নুরপুর পর্যন্ত ইজিবাইক চলাচল করবে।

অথচ মঙ্গলবার সকালে ইজবাইক চালকরা তিনটি বাস ভাঙচুর করে বাস চলাচল বন্ধ করে দেয়। এ ঘটনায় এক বাস মালিককেও লাঞ্ছিত করা হয় বলে দাবি করেন তিনি। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ও দাবি মানা না হলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে বলেও তিনি জানান।

জেলা ইজিবাইক মালিক ও চালক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম জাগো নিইজকে জানান, বাস মালিক সমিতির পক্ষ থেকে ইজিবাইক চলাচলে বাধা দিলে গত কয়েকদিন আগে থেকে আন্দোলন শুরু হয়। জেলার দু’টি রুটে অটোরিকশা চলাচলের দাবিতে জেলার বিভিন্ন সড়কে অবরোধ করা হয়েছিল। এতে বাস শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে শহরে লাঠি-সোটা নিয়ে তাড়িয়ে বেশ কয়েকেটি ইজিবাইক ভাঙচুর করে।

পুলিশ সুপার হামিদুল আলম জাগো নিউজকে জানান, আবারো উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে উদ্ভূত পরিস্থিতির সুষ্ঠু সমাধান করা হবে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।