চিলিতে বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২২ এএম, ১৭ এপ্রিল ২০১৯

চিলিতে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ছয়জন নিহত হয়েছে। একটি ছোট বিমান দক্ষিণাঞ্চলীয় পুয়ের্তো মন্ট শহরে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে।

রাজধানী সান্তিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণের লা পালোমা অ্যারোড্রোমের কাছে স্থানীয় সময় সকাল ১১টার কিছুক্ষণ আগে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

পুয়ের্তো মন্ট শহরের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন ওই বিমানে। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর পরই সেখানে ছুটে গেছেন দমকলের কর্মীরা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িটি থেকে আশেপাশের বাড়ি-ঘরে যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কাজ করে যাচ্ছেন তারা। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।