নতুন সংস্করণে অক্সফোর্ড অ্যাডভান্সড লারনারস ডিকশনারি


প্রকাশিত: ১০:৫২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

দৈনন্দিন জীবনে মানুষের ব্যবহৃত নতুন ৭০০ এর অধিক শব্দ যোগ করে নবম সংস্কার আনা হয়েছে অক্সফোর্ড অ্যাডভান্সড লারনারস ডিকশনারির। এছাড়াও ডিভিডি এবং অনলাইন সংস্করণে আরো দুই শতাধিক শব্দ যুক্ত করা হয়েছে। নতুন সংস্করণে যুক্ত হওয়া নতুন শব্দগুলো দৈনন্দিন জীবনে মানুষের ভাবের আদান প্রদানে আরো গুরুত্বের সঙ্গ প্রাধান্য পাবে বলেও বিশ্বাস সংশ্লিষ্টদের।

বিশ্বব্যাপি ইংরেজরি শিক্ষার্থী এবং ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম অক্সফোর্ড অ্যাডভান্সড লারনারস ডিকশনারি। তাই নতুন সংস্করণটি বাংলাদেশের মানুষদের জন্য কার্যকরী করেই তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এর প্রকাশকরা। তারা বলেন, বিশ্বব্যাপি ১৪ হাজার শিক্ষক এবং শিক্ষার্থীর গবেষণার মাধ্যমে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস অনুধাবন করেছে যে, ইংরেজি শিক্ষার অন্যতম মাধ্যম হচ্ছে ইংরেজিতে কথা বলা। আর এটাই মূল চ্যালেঞ্জ।

নতুন এ সংস্করণটিতে দেখা যায়, অন্যান্য শব্দার্থভিত্তিক অভিধান থেকে এটি সম্পূর্ণ আলাদা। কারণ এর মূল উদ্দেশ্য লেখা এবং কথোপকথনের দক্ষতা বৃদ্ধি। তাই শিক্ষার্থীদের ইংরেজিতে ভাবের আদান প্রদানের দক্ষতা বৃদ্ধিতে নবম সংস্করণে যোগ করা হয়েছে আইস্পিকার এবং স্পিকিং টিউটর। মূলত নতুন শব্দগুলো উর্দু, হিন্দি, সংস্কৃত, পারস্য, তামিলসহ বেশ কয়েকটি ভাষাভাষীর ব্যবহৃত ইংরেজি থেকে নেয়া।

এখানে এমন কিছু শব্দ নেয়া হয়েছে যেগুলো ভারতীয় উপমহাদেশের কথ্য ইংরেজিতে এর অর্থ ভিন্ন। এছাড়া আর্ন্তজাতিকভাবে ব্যবহৃত বিভিন্ন খাবর এবং খাবারের উপাদান বোঝাতে ব্যবহৃত শব্দও প্রথম বারের মতো সংযুক্ত হয়েছে এতে।

ডিকশনারিটির অন্যতম কর্ণধার অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ইংরেজি ভাষা শিক্ষা বিভাগের অভিধানবিষয়ক প্রধান প্যাট্রিক হোয়াইট বলেন, ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ইংরেজি ভাষা শিক্ষার্থীদের চাহিদার সঙ্গে যুগোপযোগী উদ্যোগ গ্রহণে সবসময় আগ্রহী। অক্সফোর্ড অ্যাডভান্সড লারনারস ডিকশনারির নবম সংস্করণটি তথ্যগতভাবে অত্যন্ত সমৃদ্ধ, যা বর্তমান সময়ে ইংরেজি ভাষা শিক্ষায় অত্যন্ত সহায়ক হবে বলেও বিশ্বাস তার।

মাই ওয়ার্ড লিস্ট (অনলাইন প্রিমিয়ার ভার্সন) ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের শেখার জন্য পৃথক শব্দের তালিকা তৈরি করতে পারবে, যা একইসঙ্গে তাদের দক্ষতা পরীক্ষা করতেও সহায়তা করবে। এছাড়া ছাপার সংস্করণে নতুন সংযোজিত ওয়ার্ড ফাইন্ডার শিক্ষার্থীদের সর্মথক শব্দ শিখতে সাহায্য করবে।

অন্যদিকে অক্সফোর্ড লারনারস ডিকশনারির ছাপা সংস্করণের সঙ্গে সংযুক্ত করা হয়েছে ডিভিডি। যা শিক্ষার্থীদের আরো সহজে আয়ত্ত করতে সাহায্য করবে। এছাড়া ওয়েবসাইটে নতুন প্রিমিয়ামের প্রবেশাধিকার সংকেতের জন্য www.oxfordlearnersdictionaries.com ওয়েবসাইটে ভিজিট করার পরার্মশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, অক্সফোর্ড অ্যাডভান্সড লারনারস ডিকশনারিটি তৈরিতে কাজ করেছে ব্রিটিশ কাউন্সিল ও অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। এটি হচ্ছে এ ডিকশনারিটির নবম সংস্করণ। এর আগেও আরো আটবার এটি সংস্করণ করা হয়েছে। প্রতিবারই এমন কিছু শব্দ যোগ করার চেষ্টা করা হয় যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে আরো দক্ষ করে তুলতে পারে।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।