পাহাড়ের ৮৭৪ বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১০ এএম, ১৭ এপ্রিল ২০১৯

আগামী ১৮ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। তার আগেই পাহাড়ের সব বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দার্জিলিং, কালিমপোং এবং কুরসেওং এই তিন এলাকার বুথগুলোকে উচ্চ মাত্রায় স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। ভৌগোলিক কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কমিশন সূত্র জানিয়েছে।

স্পর্শকাতর বুথের তালিকায় ৮৭৪টি বুথ রয়েছে। স্পর্শকাতর সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মোট ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।

মেঘালয়ে আর্মড পুলিশ ১০, নাগাল্যান্ডে ৫, সিকিমে ৮ এবং ত্রিপুরায় ২ কোম্পানি থাকবে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার নির্বাচনে যেসব স্থানে পুনর্নির্বাচনের দাবি উঠেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনই পুনর্নির্বাচন হচ্ছে না।

রাজ্যে লোকসভা নির্বাচনের প্রথম দফা শান্তিপূর্ণভাবে হয়েছে বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেই। দ্বিতীয় দফার নির্বাচনকেও শান্তিপূর্ণ করতে মরিয়া নির্বাচন কমিশন।

টিটিএন/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।