কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জিরা সুমন নিহত
কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিরা সুমন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজের নিকট এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং তিনটি এলজি উদ্ধার করা হয়েছে।
রাত ৩টায় সেলফোনে ডিবির এসআই শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে জামাল, সহিদ, স্বপন ও জাকির নামে জিরা সুমনের চার সহযোগীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এসআই শাহ কামাল আকন্দ আরো জানান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আলী আশ্রাফের নেতৃত্বে ডিবির একটি টিম ব্রাহ্মণপাড়া থেকে অভিযান চালিয়ে শহরে ফেরার পথে কুমিল্লা-বুড়িচং সড়কের পালপাড়া ব্রিজের নিকট এলে জিরা সুমন তার সহযোগীদের নিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।
এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে সন্ত্রাসী জিরা সুমন আহত হয়। তাকে কুমেক হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিরা সুমন নগরীর অশোকতলা এলাকার শাহজাহান সাজুর ছেলে।
উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর দুপুরে কুমিল্লা মহানগরীর ঝাউতলায় সন্ত্রাসী জিরা সুমনকে আটক করতে গিয়ে গুলিতে আহত হন ডিবির এসআই ফিরোজ হোসেন। এ সময় জিরা সুমনের বাহিনী এসআই ফিরোজের সরকারি পিস্তল লুটে নেয়। পরে ৯ নভেম্বর সকালে সদর উপজেলা আলেখারচর এলাকায় জিরা সুমনের সহযোগীদের আটক করতে গিয়ে ডিবি পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের সময় নিহত হন জিরা সুমনের সহযোগী তালিকাভূক্ত সন্ত্রাসী রাব্বী ও জনি।
এ ঘটনার পর থেকে জিরা সুমনকে আটক করতে ডিবি ও থানা পুলিশের কয়েকটি টিম দীর্ঘদিন ধরে কুমিল্লা ছাড়াও দেশে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। গুলি বিনিময়ে জিরা সুমন নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে বুধবার বেলা ১১টায় সাংবাদিকদের বিফ্রিং দেয়ার কথা রয়েছে।
কামাল উদ্দিন/বিএ