যে কারণে ইশান্ত শর্মা-চান্দিমাল নিষিদ্ধ (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৯:২১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ জিতে ২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয় করেছে ভারত। তবে, ম্যাচে ঘটে যাওয়া একটা অনাকাঙ্খিত ঘটনার রেশ থেকেই যাচ্ছে। যার জের ধরে শাস্তি পেতে হয়েছে ভারতীয় পেসার ইশান্ত শর্মা এবং লঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্ডিমালকে।


ফলাফল ইশান্তের শাস্তি এক টেস্ট এবং চান্দিমালের শাস্তি এক ওয়ানডে নিষিদ্ধ। একই সঙ্গে লাহিরু থিরিমান্নে এবং ধাম্মিকা প্রাসাদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।


সিরিজের দ্বিতীয় টেস্টেও জরিমানার মুখোমুখি হতে হয়েছিল ইশান্তকে। থিরিমান্নে এবং চান্দিমালকে আউট করার পর বাজে উল্লাসভঙ্গির জন্য তাকে ম্যাচ ফি’র ৬৫ ভাগ জরিমানা করা হয়েছিল।


একই সঙ্গে আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ হওয়ার কারণে থিরিমান্নেও ৩০ ভাগ ম্যাচ ফি জরিমানার মুখোমুখি হন। ছবিতে দেখুন যেসব অঙ্গভঙ্গির জন্য নিষিদ্ধ হলেন ইশান্ত-চান্দিমাল।






বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।