বন্ধুর কথায় চলতেন হিলারি


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

বন্ধুর কথায় চলতেন যুক্তরাষ্ট্রের সাবকে পররাষ্ট্রমন্ত্রী ও ফাস্ট লেডি হিলারি ক্লিনটন। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে নিয়ম বহির্ভূতভাবে তিনি তার এক বন্ধুর কাছে থেকে নিয়মিত পরামর্শ নিতেন। সরকারি কোন পদে না থেকেও ওই বন্ধুটি হিলারিকে যুক্তরাষ্ট্রের রাজনীতি এমনকি হোয়াইট হাউজের বিভিন্ন বিষয় নিয়েও পরামর্শ দিতেন। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার হিলারির যেসব ইমেইল প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে সিড ব্লুমেনথাল দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে হিলারিকে পরামর্শ দিতেন। হিলারির ওপর সিডের প্রভাব ছিল এমন ইঙ্গিত আগে থেকেই পাওয়া গেলেও ইমেইলগুলো প্রকাশ করার পর তা পরিষ্কার হল।

সিড ব্লুমেনথাল হিলারিকে রক্ষণশীল টি পার্টির বিরুদ্ধে অবস্থান নেয়ার পরামর্শ ও প্রেসিডেন্ট পদে লড়াই করার ব্যাপারে উৎসাহিত করেছিলেন। প্রেসিডেন্ট পদে হিলারির লড়াই করার সিদ্ধান্ত ওবামাকে বিব্রত করেছিল।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।