ট্রেনেই বসবাস


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

গৃহহীন মানুষদের কত জায়গায়ই যে থাকতে হয় তার কোনো সীমা আছে ? কখনো রাস্তায় কখনোবা গাছ তলায়। তবে তরুণী লিওনি মুলার এক্ষেত্রে কিছুটা আলাদা। কারণ তিনি গৃহহীন বটে তবে অন্যান্য গৃহহীনদের থেকে সম্পূর্ণ আলাদা।

দিনের পর দিন ট্রেনে বসবাস করছেন লিওনি মুলার। ট্রেনের কামরা হচ্ছে তার রুম। ট্রেনের টয়লেটে গোসল সেরে নেন, সিটে বসেই ঘুম, খাওয়া-দাওয়া এমনকি লেখাপড়াটাও চালিয়ে যান মুলার।

ট্রেনে বাস করা প্রসঙ্গে লিওনি জানান, একবার ঘর ভাড়া নিয়ে বাড়ির মালিকের সঙ্গে ঝামেলা বাধে। সে সময় বের হয়ে যেতে বলেন ঘর মালিক। হঠাৎ করে পাওয়া এমন নোটিসে বেশ বিপদে পরে যান লিওনি। তখন তার হাতে টাকা ছিল না। কিন্তু পড়াশুনা চালিয়ে যেতে হবে। এমনই অবস্থায় তিনি ঘর হিসেবে বেছে নেন ট্রেনের কামরাকে। একটা ছোট্ট ব্যাগে কিছু জামা কাপড়, ট্যাবলয়েট ও চার্জার নিয়ে ট্রেনে থাকা শুরু করেন। যে ট্রেনে তিনি থাকেন তার ভাড়া জার্মানির বড় বড় শহরে মাঝারি মাপের এসি ঘরের থেকে অনেকটাই কম। এই ট্রেনে থেকেই তিনি পিএইচডি পড়াশোনা করছেন।

এইভাবে থাকতে অসুবিধা হয় কি-না জানতে চাইলে লিওনি জানান, `অসুবিধা কিসের! আমার তো মনে হয় চলন্ত ট্রেন বাস করার জন্য সবচেয়ে উপযোগী জায়গা।

লিওনি বলেন, ট্রেনের জানালা দিয়ে সুন্দর প্রকৃতি দেখা যায়, প্রতিদিন নতুন নতুন লোকের সঙ্গে পরিচয় হওয়া যায়। অজানা কোনো মানুষ হঠাৎ করে নিজের হয়ে যায়।
স্টেশন এলে মাঝেমাঝে বাড়ির লোকেদের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে আবারো ট্রেনে উঠে পড়েন।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।