শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতি।

মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট বার ভবনের ২য় তলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

এই ঘটনায় নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লা আল বাকী।

এসময় বক্তরা করে বলেন, হামলাকারীরা সরকারের ছত্র ছায়ায় এ হামলা চালিয়েছে। এদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

সমাবেশ পরিচালনা করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার রাজা।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদ্য নির্বাচিত সদস্য বামপন্থী আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, বিএনপি কেন্দ্রীয় নেত্রী ড. আরিফা জেসমিন নাহিন, সুপ্রিমকোর্ট বরের সাবেক নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট আইয়ুব আলী আশরাফি, অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।