কুকুরকে খাওয়ানোর দায়ে জরিমানা হলো সাড়ে ৪ লাখ টাকা
ঘটনাটি মুম্বাই শহরের নিসর্গ হ্যাভেন সোসাইটি নামের একটি আবাসিক এলাকার। আবাসিকের ভেতরে থাকেন একজন পশুপ্রেমী। তিনি একদিন রাস্তার দুটি পাগলা কুকুরকে বাড়িতে নিয়ে এসে খাবার খেতে দেন। কিন্তু এই কারণে আবাসিক এলাকার কর্তৃপক্ষ তাকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কান্দিভালি নামক স্থানে। এমন ঘটনার পর আবাসিক এলাকার সব সদস্য সভা করে তাকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।
নিসর্গ হ্যাভেন সোসাইটির চেয়ারম্যান মিতেশ বোরা বার্তা সংস্থা এএনআইয়ে বলেন, ‘আবাসিক এলাকার ভেতরে পাগলা কুকুরকে এনে খাবার খাওয়ানোর কারণে সোসাইটির ৯৮ শতাংশ সদস্য ওই ব্যক্তিকে বাধ্যতামূলক জরিমানা করার প্রস্তাব পাশ করেছে।’
তিনি আরও বলেন, ‘সোসাইটির চেয়ারম্যান হিসেবে এটা আমার দায়িত্ব যে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের ভিত্তিতে তৈরি নিয়ম অনুসরণ করা। অনেক সদস্য এ নিয়ে অভিযোগ জানানোর পরই মূলত এমন সিদ্ধান্ত নিয়ে প্রস্তাব পাস হয়েছে।’
সোসাইটির চেয়ারম্যান মিতেশ বোরা জানান, ‘আবাসিক এলাকার বাইরে কেউ যদি কুকুরকে খাবার খাওয়ায় তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। পশুপ্রাণীর প্রতি আমাদেরও ভালোবাসা আছে। এটা পশু অধিকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। তাছাড়া এটা মানবাধিকারের প্রশ্নও বটে।’
জরিমানার শিকার নারী নেহা দাতওয়ানি বলেন, ‘আমাকে গত মার্চ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকার এই জরিমানা দিয়ে আসতে হচ্ছে। তারমধ্যে কুকুরকে খাওয়ানোর জন্য প্রতিমাসে ৯০ হাজার টাকার বেশি। তারা আমাকে প্রতিদিন ৩ হাজার টাকা করে জরিমানা ধরেছে কুকুরকে খাওয়ানোর জন্য।’
এসএ/পিআর