পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামরুদ শহরে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ছয় জন নিহত ও ৫৬ জন আহত হয়েছে। আফগান সীমান্তবর্তী খাইবার অঞ্চলের জমরুদ শহরে মঙ্গলবার এ হামলা চালানো হয়। খবর ডন নিউজ ও এএফপির।

দেশটির কর্মকর্তারা জানান, আফগান সীমান্তবর্তী গোলযোগপূর্ণ খাইবার উপজাতি অঞ্চলের জমরুদ শহরে এ হামলা চালানো হয়। অঞ্চলটিতে সামরিক বাহিনী তালেবান ও বিভিন্ন ইসলামী জঙ্গি গ্রুপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
 
খাইবার অঞ্চলের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা শাহাব আলী শাহ বলেন, আত্মঘাতী বোমা হামলাকারী স্থানীয় সরকার কার্যালয়ের ওই দফতরের সামনে নিজেকে উড়িয়ে দেন। এতে কমপক্ষে ছয়জন নিহত ও ৫৬ জন আহত হয়।
 
তিনি আরো জানান, নিহতদের মধ্যে চার উপজাতি পুলিশ সদস্য এবং আহতদের মধ্যে আরো ১৫ সদস্য রয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।
 
এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।