বাংলাদেশ চাইলে গ্যাস দেবে ইরান


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ চাইলে জ্বালানি মন্ত্রণালয়ের সহযোগিতায় গ্যাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভাইজি। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘টক উয়িথ ইরান অ্যাম্বেসেডর’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা জানান।

তিনি জানান, পাকিস্তানের গ্যাসের পাইপলাইন টানা নিয়ে সমঝোতা হচ্ছে। এটা ভারতের সঙ্গেও হবে। বাংলাদেশ চাইলে জ্বালানি মন্ত্রণালয়ের সহযোগিতায় গ্যাস দেওয়া সম্ভব হবে।

বাংলাদেশের সঙ্গে ইরানের অনেক ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অনেক ক্ষেত্র রয়েছে। ইরানের ওপর অবরোধ উঠে গেলে বাংলাদেশ এবং ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সুযোগ সৃষ্টি হবে।

রাষ্ট্রদূত বলেন, সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ বছর বাংলাদেশের অনেক মন্ত্রী ইরান ভ্রমণ করবেন। তার মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উল্লেখযোগ্য।

আএসএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।