ভারতে গো-মাংস বিক্রির দায়ে মারধরের পর খাওয়ানো হলো শূকরের মাংস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০২ পিএম, ০৯ এপ্রিল ২০১৯

ভারতের আসাম প্রদেশের বিশ্বনাথ জেলায় গরুর মাংস বিক্রির অভিযোগে মুসলিম এক বৃদ্ধকে বেধড়ক মারধরের পর জোরপূর্বক শূকরের মাংস খাওয়ানো হয়েছে। দেশটির কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের হাতে মারধরের শিকার ওই ব্যক্তি বর্তমানে আসামের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিশ্বনাথ জেলার বাসিন্দা ৭০ বছর বয়সী ওই বৃদ্ধকে মারধর করছে একদল উত্তেজিত জনতা। শওকত আলী নামের ওই বৃদ্ধকে এ সময় নানা ধরনের প্রশ্ন করা হয়।

কাদা-পানিতে হাঁটু গেড়ে বসে থাকা শওকত মারধরের শিকার হওয়ার পর উত্তেজিত হিন্দুদের কাছে প্রাণ ভিক্ষা চান। কিন্তু এতে দমে যায়নি উত্তেজিত হিন্দুরা, তাকে জোরপূর্বক শূকরের মাংস খাওয়ানো হয়। আসামের সরকারি একটি হাসপাতালে ভর্তি শওকত।

এ ঘটনায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। বৃদ্ধ ওই মুসলিমকে মারধরের ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে আসাম পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ওই ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করছে পুলিশ। ভিডিওতে দেখা যায়, ১৫-২০ জনের একটি দল শওকতকে চারদিক থেকে ঘিরে ধরে। তাকে কয়েকটি প্রশ্নও করছে।

একজন ওই বৃদ্ধের কাছে জানতে চান, তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন কি-না? এ ছাড়া গো-মাংস বিক্রির লাইসেন্স ও এনআরসিতে তার নাম আছে কি-না তাও জানতে চান উত্তেজিত হিন্দুরা।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।