বরিশাল থেকে বগুড়ার অপহৃত শিশু উদ্ধার


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

বগুড়া থেকে অপহরণের ছয় মাস ২০ দিন পর অপহৃত শিশু তালহাকে (৩) বরিশাল নগরী থেকে উদ্ধার করা হয়েছে।
অপহরণকারীর দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ নগরীর নতুনবাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।

অপহৃত শিশু তালহা বগুড়া জেলার চক আকাশতারা এলাকার সাজিদুর রহমানের ছেলে। আটক অপহরণকারী হেলাল ওরফে রাকিবের (১৭) বাড়ি বরিশালের বানরীপাড়া উপজেলায়। তার বাবার নাম নুরুল ইসলাম।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হেসেন জাগো নিউজকে জানান, অপহরণকারী হেলাল বগুড়ার একটি মসজিদে ঘুমিয়ে ছিলেন। অপহৃত শিশু তালহার বাবা সাজিদুর রহমান সেখান থেকে অপহরণকারী হেলালকে নিয়ে এসে তার বাসায় আশ্রয় দেন।

কিছুদিন থাকার পর গত ১০ ফেব্রুয়ারি অপহরণকারী হেলাল শিশু তালহাকে নিয়ে পালিয়ে আসেন। খোঁজাখুঁজির পর সন্তান ও হেলালের সন্ধান না পেয়ে সংশ্লিস্ট থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন। বগুড়া জেলা পুলিশ গত সোমবার অপহরণকারী হেলালকে আটক করে। পুলিশের জেরার মুখে হেলাল জানান, অপহরণের পর শিশু তালহাকে নিয়ে তিনি বরিশালে আসেন। এরপর নগরীরর নতুন বাজার এলাকার আম্মিজান ক্যাফে খাবার হোটেলে ফেলে পলিয়ে যান। তারপর শিশু তালহার ব্যাপারে আর কিছুই জানেন না বলে জানান তিনি। বগুড়া জেলা পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য মঙ্গলবার বরিশালে আসেন।

ওসি আরো জানান, আম্মিজান ক্যাফে খাবার হোটেলের মালিক ফরিদ হোসেন তখন শিশু তালহাকে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। তখন শিশুটির ঠিকানা পরিচয় না পেয়ে পুলিশ হোটেল মালিক ফরিদ হোসেন বাসায় তালহাকে রেখে দিতে বলেন।

আজ সকালে অপহৃত শিশু তালহাকে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের সহায়তায় তার অভিবাবক এবং বগুড়া জেলা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

সাইফ আমীন/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।