ভিয়েনা ও মিউনিখে পৌঁছেছে শত শত শরণার্থী


প্রকাশিত: ০৭:২০ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

হাংঙ্গেরি থেকে শত শত শরণার্থীদের বহনকারী অন্তত চারটি ট্রেন ভিয়েনা ও মিউনিখে পৌঁছেছে। মঙ্গলবার সকালের দিকে শরণার্থীদের বহনকারী ট্রেনগুলো শহর দুটিতে পৌঁছায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর আল জাজিরার।

সম্প্রতি রাজনৈতিক ও মানবিক সংকটের কারণে ইউরোপের দেশগুলো অভিবাসন আইন পরিবর্তনে বাধ্য হচ্ছে। এছাড়া হাংঙ্গেরি ইতোমধ্যে বিভিন্ন দেশের শরণার্থীদের আশ্রয় দিয়েছে। তবে মঙ্গলবার সকালের দিকে চারটি ট্রেনে করে ভিয়েনা ও মিউনিখে পাড়ি দেয়া শরণার্থীদের অধিকাংশই সিরিয়া থেকে পালিয়ে এসেছে। শরণার্থীদের বহনকারী চারটি ট্রেন সোমবার সন্ধ্যায় ভিয়েনা ও মিউনিখের উদ্দেশ্যে হাংঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ত্যাগ করে।

তবে ভিয়েনা এবং মিউনিখে আসার সময় পুলিশ কোনো হয়রানি করেনি বলে জানিয়েছে শরণার্থীরা।

এদিকে মঙ্গলবার সকালে মিউনিখ রেলস্টেশনে পৌঁছানোর পর শরণার্থীদেরকে স্বাগত জানায় স্থানীয় লোকজন। এ সময় শরণার্থীদের অনেককেই ধন্যবাদ জার্মানি বলে শ্লোগান দিতে দেখা যায়। ট্রেনে অন্তত পাঁচ  শ’ শরর্ণার্থী ছিল।

এর আগে সোমবার দেশটির ভাইস চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এক বিবৃতিতে ইইউ’র দেশগুলোর প্রতি শরণার্থীদের সহায়তার আহ্বান জানান।

এদিকে হাংঙ্গেরির কয়েক শ’ শরণার্থীকে আশ্রয় দিয়েছে অস্ট্রিয়া। শরণার্থীদের প্রতি সহানুভূতি জানিয়ে সোমবার দেশটিতে মিছিলও হয়েছে। ভিয়েনায় অনুষ্ঠিত ওই মিছিলে অন্তত ২০ হাজার মানুষ অংশ নিয়েছিল।

এর আগে অস্ট্রিয়ায় একটি লরি থেকে অন্তত ৭১জন অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।