ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ইত্যাদি কনফেকশনারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শৈলকুপা পৌর এলাকার কবিরপুর তিন রাস্তার মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কবিরপুর তিন রাস্তার মোড়ে মোল্ল­া টাওয়ারের নিচ তলায় অবস্থিত ইত্যাদি কনফেকশনারির একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। খবর পেয়ে শৈলকুপা দমকল বাহিনীর একটি দল এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসমত আলী জাগো নিউজকে জানান, ভোরে আগুন লাগায় দোকানের তালা বন্ধ ছিলো। যে কারণে তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। দোকানে থাকা বেশির ভাগ মালামালই আগুনে পুড়ে গেছে।

দোকান মালিক তুষার জাগো নিউজকে জানান, তার দোকানে থাকা তিনটা ফ্রিজ, একটি ডিজিটাল ফটোকপি মেশিন, দশটি মোবাইল ও নগদ টাকাসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।