বরগুনায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১


প্রকাশিত: ০৬:০৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

বরগুনার আমতলীতে ৫৮ কেজি গাঁজা ও ১৯৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে আমতলী উপজেলা শহরের সবুজবাগ এলাকায় একটি বাসা তল্লাশি করে এ মাদক জব্দ করা হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ওই মাদক ব্যবসায়ীর নাম মো. সুমন খাঁন (৩২)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামের মো. মুজাম্মেল হোসেন খাঁনের ছেলে।

বরগুনা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক কবিরুল হাসান জাগো নিউজকে জানান, আমতলীর সবুজবাগ এলাকায় একটি ভাড়া বাসায় গত দু`মাস ধরে সুমন মাদক ব্যবসা চালিয়ে আসছেন এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সুমনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজা ও ১৯৬ পিস ইয়াবাসহ সুমনকে আটক করা হয়।

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জাগো নিউজকে জানান, সোমবার রাতেই বরগুনা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক কবিরুল হাসান বাদী হয়ে সুমনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।