মিথ্যে খবরে তমা মির্জার ক্ষোভ


প্রকাশিত: ০৬:০২ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

চলচ্চিত্রাভিনেত্রী তমা মির্জা শাকিব খানের বিপরীতে এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকশ করেন। তারপরে একাধিক ছবিতে ভালো অভিনয় করে পেয়েছেন প্রশংসা। বাণিজ্যিক ও বিকল্প ধারার দুই মাধ্যমেই সফল তমা মির্জা।

সম্প্রতি তাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে কলকাতার তিন নায়কের সাথে ছবি করতে যাচ্ছেন তমা। এতে খুব বিব্রত হয়েছেন তিনি। সেইসাথে তার কণ্ঠে পাওয়া গেল ক্ষোভের আঁচ। তমা বলেন, আজকাল পত্রিকাগুলো মনগড়া সব খবর প্রকাশ করে। এটা বেদনাদায়ক।

সোমবরার বেশ কিছু অনলাইন পোর্টালে প্রকাশ হয় হঠাৎ করেই চলচ্চিত্র থেকে অনিয়মিত হয়ে যাওয়া তমা মির্জা আবারো ব্যস্ত হচ্ছেন বড় পর্দায়। এবার তাকে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় তিন নায়কের বিপরীতে। সম্প্রতি ওপার বাংলার তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। সেটি তিনি কলকাতা থেকে রেববার নিশ্চিত করেছেন।

কিন্তু সোমবার রাতে তমার মোবাইলে কল দিয়ে বাংলাদেশেই পাওয়া গেল তাকে। তিনটি ছবির ব্যাপারে জানতে চাইলে তমা বিরক্তি প্রকাশ করে বলেন,‌ ‘আমার ছবি করার খবর আমিই জানিনা অথচ পত্রিকায় প্রকাশ হচ্ছে। খুব অদ্ভূত বিষয়! দু:খিত ভাই, কোনো নতুন ছবিতে চুক্তিবদ্ধ হইনি আমি। ছবিতে লুকিয়ে কাজ করার কিছু তো নেই। কলকাতার যে তিনজন নায়কের নাম বলা হয়েছে, তাদের বিপরীতে কাজের সুযোগ হলে আমিই আপনাদের কল দিয়ে জানাতাম। আমার সাথে কথা না বলে যারা এমনটি করেছেন- তারা আমাকেই অপমানিত করেছেন। কেন বা কী উদ্দেশ্যে এমন নিউজ তারা করেছেন আমার জানা নেই।’

শুধু এই নয়, ফেসবুকে নিজের নামে ভুয়া আইডি নিয়েও বেশ ক্ষুব্দ তমা। তিনি বললেন, ‘আমার নামে বেশ কিছু ভুয়া আইডি আছে ফেসবুকে। এইসব আইডি থেকে উল্টা পাল্টা তথ্য দেয়া হয়। মিথ্যে সব নিউজ শেয়ার দেয়া হয়।’

তমা জানালেন, কলকাতায় নয়, ঢাকাতেই বেশ কিছু চলচ্চিত্রে কাজ করার কথা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, তমাকে নিয়ে প্রকাশিত খবরে বলা হয়, ‘বোঝেনা সে বোঝেনা টু’, ‘এক্স বয়’ ও ‘তোর খোঁজে’ শিরোনামের তিনটি ছবিতে কাজ করবেন তমা। ছবিগুলো পরিচালনা করবেন ভারতীয় চিত্রপরিচালক রাজ চক্রবর্তী। এগুলোতে তমার নায়ক হিসেবে থাকবেন জিৎ, সোহম ও হিরণ।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।