ভারতের জন্য আকাশপথ আংশিক খুলে দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ এএম, ০৭ এপ্রিল ২০১৯

অবশেষে ভারত থেকে পশ্চিমের দেশগুলোতে উড়ে যাওয়া বিমানের জন্য নিজেদের আকাশ পথ খুলে দিল পাকিস্তান। পাকিস্তানের ওপর দিয়ে মোট ১১টি এয়ার রুট গেছে। প্রাথমিকভাবে এর মধ্যে একটি রুট ভারতের জন্য খুলে দিয়েছে ইসলামাবাদ। এই পথে এয়ার ইন্ডিয়া এবং টারকিস এয়ারলাইন্সের বিমান ইতোমধ্যেই চলাচল করতে শুরু করেছে বলে এক পাক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পাকিস্তান তাদের আকাশসীমার একাংশ খুলে দিয়েছে। গত বৃহস্পতিবার তারা নিজেদের ১১টি রুটের মধ্যে একটি রুট খুলে দিয়েছে। এয়ার ইন্ডিয়া এবং টারকিস এয়ারলাইন্স এই রুট ইতোমধ্যেই ব্যবহার শুরু করেছে। এই রুটে ভারত ও পশ্চিমের বিভিন্ন দেশের মধ্যে বিমান চলাচল করে।

গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর অভিযানের পর নিজেদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। গত ২৭ মার্চ থেকে পাকিস্তানের আকাশ পথে অন্যান্য দেশের বিমান চলাচল শুরু হলেও সে সময় নয়াদিল্লি, ব্যাংকক এবং কুয়ালালামপুরগামী বিমানের জন্য ছাড়পত্র দেওয়া হয়নি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।