নলকূপে ২৮ ঘণ্টা ধরে আটকা ৮ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ এএম, ০৫ এপ্রিল ২০১৯

নলকূপে পড়ে যাওয়ার ২৮ ঘণ্টা পরেও উদ্ধার করা গেল না আট বছরের শিশু সীমাকে। তবে এখনও আশা ছাড়েনি উদ্ধারকর্মীরা। তবে মাটি ধসে পরায় বার বার বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকর্মীদের।

বুধবার উত্তর প্রদেশের ফারুকাবাদে একটি ৬০ ফুট গভীর নলকূপে পড়ে যায় আট বছর বয়সী সীমা। খবর পেয়ে তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা। কিন্তু মাটির ধসে পড়ায় বার বার উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার কয়েক ঘণ্টার জন্য উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়েছে। উদ্ধারকাজের প্রয়োজনে উল্লেখিত নলকূপের পাশে সমান্তরাল একটি নলকূপ খুঁড়তে গেলে মাটি আর বালি ধসে বাধা সৃষ্টি করে। তিরিশ ফুট পর্যন্ত খোঁড়ার পরে হঠাৎ করেই মাটি ধসে পড়ায় দুই জওয়ান চাপা পড়েন। দড়ি নামিয়ে কোনও রকমে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফারুকাবাদের এসপি অনিল মিশ্র জানিয়েছেন, আগ্রা থেকে সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি দল উদ্ধারকাজে নেমেছে। তাদের সঙ্গেই রয়েছেন লক্ষ্ণৌও থেকে আসা কেন্দ্রীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর ১৫ সদস্যের একটি দল।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।