বুধবার প্রচারণা শুরু মোদি-মমতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ এএম, ০২ এপ্রিল ২০১৯

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার প্রচারণা শুরু করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা এবং শিলিগুড়িতে সভা করবেন নরেন্দ্র মোদি।

অপরদিকে কোচ বিহারের দিনহাটায় সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন রেলওয়ে মাঠে প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দ্বিতীয় সভায় যোগ দেবেন তিনি।

দলীয় সূত্রের খবর অনুযায়ী ৭ এবং ১০ এপ্রিল উত্তরবঙ্গে সভা করবেন নরেন্দ্র মোদি। তৃণমূলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, আগামী ৪ এপ্রিল প্রচারণা শুরু করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে যেহেতু বুধবার বিজেপি রাজ্যে দুটি সভা করবে, সেই কারণেই প্রচারণা শুরুর দিন একদিন এগিয়ে এনেছেন মমতা।

তৃণমূল সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের প্রতিটিতে অন্তত ২টি করে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিলের ১৩ থেকে ১৭ মে পর্যন্ত রাজ্যে ১০০টি সভা করতে পারেন তিনি।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।