ভারতের প্রায় ৮৫ শতাংশ সাংসদ কোটিপতি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ৩০ মার্চ ২০১৯

ভারতের লোকসভার মোট আসন ৫৪৩টি। দেশটির স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফরমস (এডিআর) তাদের মধ্যে ৫২১ জন সাংসদের নির্বাচন কমিশনে দেয়া হলফনামা পর্যালোচনা করেছে। তাদের সমীক্ষা বলছে, ভারতের মোট সাংসদের ৪৩০ জনই কোটিপতি।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে সেই সেচ্ছাসেবী সংগঠনের পর্যালোচনা করা সমীক্ষাটি প্রকাশিত হয়েছে। সমীক্ষায় আরও বলা হয়, তারা যে ৫২১ জন সাংসদের হলফনামা পর্যালোচনা করেছে তাদের মধ্যে ৩০ শতাংশের বিরুদ্ধেই আছে ফৌজদারি মামলা।

কোটিপতি তালিকায় পাল্লা ভারী ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির সাংসদদের। এডিআর যে সমীক্ষায় ৪৩০ জনের কোটি টাকার সম্পত্তি থাকার হিসেবে পেয়েছে তার মধ্যে বিজেপির আছে ২২৭ জন। বাকিদের মধ্যে কংগ্রেসের ৩৭ জন আর এডিএমকের রয়েছে ২৯ জন কোটিপতি সাংসদ।

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজয়ীদের গড় সম্পত্তির পরিমাণ ছিল ১৪ কোটি ৭২ লাখ রুপি। হলফনামায় ৩২ জন সাংসদ জানিয়েছেন, তাদের সম্পত্তির পরিমাণ ৫০ কোটি রুপির বেশি। মাত্র দুইজন রয়েছেন, যাদের সম্পত্তির পরিমাণ ৫ লাখ রুপির কম।

এডিআরের সমীক্ষা অনুযায়ী, তাদের পর্যালোচনা করা ৫২১ এমপির মধ্যে ১০৬ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, সাম্প্রদায়িক হিংসা ছড়ানো, নারী নির্যাতনসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের মামলা আছে। বিজেপির আট সাংসদের বিরুদ্ধে আছে খুনের মামলা।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।