আফগানিস্তানে বন্যায় ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ৩০ মার্চ ২০১৯

আফগানিস্তানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশের পশ্চিমাঞ্চলে বন্যার পানিতে বাড়ি-ঘর ভেসে গেছে। শনিবার সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, বন্যার পানিতে বাড়ি-ঘরের ক্ষতি হওয়ায় অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হাসিবুল্লাহ শির খানি বলেন, বৃহস্পতিবার থেকেই আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে জাযান প্রদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে তুর্কমেনিস্তান সীমান্তের বাদঘিস প্রদেশে দু'জনের মৃত্যু হয়েছে।

Afghanistan-2

তিনি জানিয়েছেন, বন্যায় হেরাত প্রদেশে বন্যায় দু'জন এবং সার-ই পুল প্রদেশে আরও একজন মারা গেছে। বন্যায় পাঁচ শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Afghanistan-3

বন্যার কারণে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমাঞ্চলের মানুষ গত বছর খরার কারণে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। অপরদিকে মার্চের শুরু থেকে বন্যার কারণে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে দেশের ফসলী জমি।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।