পুলিশকে মদ খাইয়ে পালাল আসামি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০০ এএম, ৩০ মার্চ ২০১৯

আদালত থেকে ফেরার পথে পুলিশকে মদ খাইয়ে পালিয়েছে এক আসামি। আদালত ওই অপরাধীকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে। যোগী আদিত্যনাথের রাজ্যে পুলিশের এমন ‘কীর্তিতে’ বিতর্ক শুরু হয়েছে। উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়েও রীতিমতো ঠাট্টা করছে সবাই।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মেরঠের এই ঘটনায় ৬ পুলিশসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার শুনানির জন্য ফতেহগড় কেন্দ্রীয় জেল থেকে গাজিয়াবাদের আদালতে নিয়ে যাওয়া হয়েছিল বদন সিংহ নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক অপরাধীকে।

আদালত থেকে ফেরার পথে মেরঠের একটি পানশালায় পুলিশকে মদ খাওয়ার প্রস্তাব দেয় বদন। প্রস্তাব মেনেও নেয় পুলিশ। পানশালায় পুলিশদের মদ খাওয়ার ফাকেই পালিয়ে যায় সে।

উত্তরপ্রদেশের অপরাধ জগতে বদন সিংয়ের বিরুদ্ধে খুন, চাদাবাজি, ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে। সে ১৯৯৬ সালে এক আইনজীবীকে খুনের দায়ে দোষী প্রমাণিত হয়ে গত বছর থেকে জেল খাটতে শুরু করে।

ভয়ঙ্কর এই অপরাধীর পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পুলিশ মহল। একজন খুনের আসামিকে কেন হোটেলে নিয়ে যাওয়া হলো, কেনই বা নির্দিষ্ট নিয়ম অগ্রাহ্য করা হলো সে বিষয়ে তদন্ত হচ্ছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।