সিগারেটের প্যাকেট জুড়ে স্বাস্থ্য সতর্কীকরণ


প্রকাশিত: ০৯:০০ এএম, ১৬ অক্টোবর ২০১৪

ভারতে সিগারেট ও অনান্য তামাকজাত দ্রব্যের প্যাকেটে এখন থেকে অন্তত ৮৫% জায়গা জুড়ে থাকতে হবে স্বাস্থ্য সম্পর্কে সতর্কীকরণ। দেশটির কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এ সম্পর্কিত সতর্কীকরণ জারি করা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, সিগারেট, গুটখা এবং অনান্য তামাকজাত দ্রব্যের প্যাকেটের ৬০% জুড়ে থাকবে তামাকজাত পদার্থ থেকে হওয়া ভয়ানক টিউমার ও আলসারের ছবি। বাকি ২৫% অংশে থাকবে তামাকজাত দ্রব্য সেবনের বিধিসম্মত সতর্কীকরণ। আশা করা হচ্ছে এই ছবি ধূমপানের নেশা বহুলাংশে কমিয়ে আনবে।

২০১৫ সালের ১ এপ্রিলের মধ্যে সিগারেট ও অনান্য তামাক উৎপন্নকারী সংস্থাগুলিকে এই নির্দেশ পালন করতে হবে। থাইল্যান্ড ব্যাতীত ভারতই এমন দেশ হতে চলেছে যেখানে সিগারেটের প্যাকেটের বেশিরভাগ অংশজুড়ে থাকবে তামাকজাত দ্রব্য সেবনের ক্ষতিকারক ফলাফল সম্পর্কে সতর্কীকরণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।