প্রতারকের পকেটে ৪৬ লাখ, পুলিশ কর্মকর্তার ছেলে হাওয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, ২৯ মার্চ ২০১৯

টাকা ছাপানোর মেশিন কিনতে ঋণ করে ৪৬ লাখ টাকা দিলেও মিলেনি সেই মেশিন। ফলে পাওনাদের চাপে এলাকা ছেড়েছেন পুলিশ কর্মকর্তার ছেলে।

এদিকে নিখোঁজ ছেলেকে খুঁজতে যেয়ে প্রকৃত ঘটনা জানতে পারে পুলিশ। এ সময় দুই জনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে।

জানা গেছে, ‘এমন মেশিন দেব যা থেকে একদম আসল টাকা বেরোবে’ এমন কথা শোনার পরই টাকা তৈরির মেশিন কিনতে উদগ্রীব হয়ে পড়ে দিল্লির এক পুলিশ কর্মকর্তার ছেলে। এ জন্য বেশ কয়েকজনের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা ধারও করে। কিন্তু টাকার বিনিময়ে যারা মেশিন দেবে বলেছিল শেষ পর্যন্ত জানা যায় তারা আসলে প্রতারক।

ফলে পাওনাদের চাপে গা ঢাকা দেয় পুলিশ কর্মকর্তার ছেলে। ছেলেকে উদ্ধারে শেষ পর্যন্ত তদন্তে নামে পুলিশ। এ সময় দু’জনকে গ্রেফতার করা হয়। মিলে নিখোঁজ ছেলের সন্ধানও।

এরপরই বেরিয়ে আসে আসল সত্য। ৪৬ লাখ টাকা খোয়ানোর পর পাওনাদারদের হাত থেকে বাঁচতেই গা ঢাকা দিয়েছিল ওই যুবক। এরপরই জালিয়াতির ঘটনায় তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করে বিমল রাজেশ পাটিল এবং সুরজ কুমারকে।

জানা যায়, এ দু’জন এমন একটি দলের সদস্য, যাদের কাজ সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা আত্মসাৎ করা।

‘এমন মেশিন দেব যা থেকে একদম আসল টাকা বেরোবে।’ এ দাবি করে প্রথমে তারা টাকা সংগ্রহ করে। এরপর মেশিন ভেঙে গেছে বা এ ধরনের নানা অজুহাত দিয়েই পালিয়ে যায়। প্রতারক চক্রের বাকিদের ধরতে তল্লাশি চলছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।