গুয়াতেমালায় ভিড়ের মধ্যে ট্রাকের ধাক্কায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৮ মার্চ ২০১৯

গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে ভিড়ের মধ্যে ট্রাকের ধাক্কায় কমপেক্ষ ৩২ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রেসিডেন্ট জিমি মোরালস দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় দমকল বাহিনীর মুখপাত্র রয়টার্সকে বলেন, বুধবার সেসিলিও চাকাজ এলাকায় একটি গাড়ির ধাক্কায় একজন নিহত হয়। সে সময় নিহত ওই ব্যক্তির কাছে ছুটে যায় একদল লোক। তখনই একটি ট্রাক এসে ভিড়ের ভেতর ঢুকে পড়ে।

গণস্বাস্থ্যমন্ত্রী কার্লোস সোটো স্থানীয় রেডিওকে বলেন, দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অবস্থা আশঙ্কাজনক। গুয়াতেমালার পশ্চিমাঞ্চলীয় নাহুয়ালা পৌরসভায় ওই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় সমবেদনা প্রকাশ করে প্রেসিডেন্ট জিমি মোরালস এক টুইট বার্তায় বলেন, এই মুহূর্তে হতাহতের পরিবার এবং আত্মীয়-স্বজনদের পূর্ণ সমর্থন দেয়াই আমাদের দায়িত্ব।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।