তাল পড়ে শিক্ষার্থী আহত : গাছ কাটালেন ইউএনও


প্রকাশিত: ০৭:২২ এএম, ৩১ আগস্ট ২০১৫
স্কুলের প্লে ক্লাসের সামনে এবং শিশুদের খেলাধুলা স্থান থেকে কেটে ফেলা গাছ দুটির স্থান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের শিশুমেলা আইডিয়াল স্কুলের সামনের একটি তাল গাছ থেকে তাল পড়ে প্লে শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিভাবকদের তোপের মুখে ওই তাল গাছ কাটাতে বাধ্য হলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।

তবে অভিভাবকদের তোপের মুখে গাছ কাটালেও যথাযথ নিয়মনীতি অনুসরণ করেই ওই গাছ কাটা হয়েছে এবং গাছ বিক্রির সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে বলে সোমবার সকাল সাড়ে ১০ টায় ইউএনও সাংবাদিকদের জানান।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা পরিষদের অভ্যন্তরে ইউএনওর তত্ত্বাবধানে পরিচালিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিশুমেলা আইডিয়াল স্কুল। স্কুলের প্লে ক্লাশের সামনে এবং শিশুদের খেলাধুলা করার স্থানে পুকুর পাড়ে ১৫/২০ বছরের পুরনো দুটি তাল রয়েছে। ভাদ্র মাসে তাল গাছ থেকে পাকা তাল পড়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আহত হওয়ার আশঙ্কার মধ্যে ছিলেন।

এ ব্যাপারে ওই স্কুলের অভিভাবকরা একাধিকবার স্কুল মিটিংয়ে মৌখিকভাবে এবং গাছ দুটি কেটে ফেলার জন্য নিয়মানুযায়ী ইউএনও বরাবর আবেদনও করেন। কিন্তু শুধুমাত্র শোভা বর্ধণের কথা চিন্তা করে গাছ দুটি কাটা হয়নি। কিন্তু এরই মধ্যে বৃহস্পতিবার গাছ থেকে তাল পড়ে প্লে শ্রেণির শিক্ষার্থী আহত হন।

আর এ ঘটনায় অভিভাবকদের তোপের মুখে পড়েন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। পরে তিনি ওই তাল গাছ কাটাবেন বলে স্কুলের অভিভাবকদের আশ্বস্ত করেন। পরে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোয়াজ্জোম হোসেন পলাশের অনুমতি নিয়ে সমন্বয় কমটির সভার সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার সকালে ওই তাল গাছ দুটি কেটে ফেলেন।

বিষয়টি নিয়ে কথা হয় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের সঙ্গে। তিনি জাগো নিউজকে জানান, আসলে তাল গাছ দুটি উপজেলা চত্বরের শোভা বর্ধণ করলেও ওই গাছ নিয়ে সব সময় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা অাতঙ্কের মধ্যে থাকতো। এ জন্য ইউএনওকে গাছ দুটি কাটানোর জন্য অনুমতি দেয়া হয়েছিল।

আব্দুর রহমান আরমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।