মন্দিরে বসতে না পারায় পুরোহিতের ধমক খেয়েছিলেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৮ মার্চ ২০১৯

ভারতের লোকসভা নির্বাচনের ভোটগহণ আগামী ১১ এপ্রিল শুরু হবে। দেশটির এই নির্বাচনী মৌসুমে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ঘায়েল করতে তীর ছুড়লেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রাহুলের সম্পর্কে তিনি বলেছেন, ২০১৭ সালের ঘটনা। গুজরাট বিধানসভা ভোটের ঠিক এক মাস আগে সোমনাথ মন্দিরে গিয়েছিলেন রাহুল গান্ধী। মন্দিরে কীভাবে বসতে হয় তা না জানার জন্য রাহুলকে ধমক দিয়েছিলেন পুরোহিত।

আদিত্যনাথ আরও বলেন, ‘উনি (রাহুল) সোমনাথ মন্দিরে ঢুকে প্রার্থনা করার জন্য নামাজ পড়ার মতো হাঁটু মুড়ে বসেছিলেন। তখনই মন্দিরের পুরোহিত তাকে ধমক দেন। বলেন, মন্দিরে ওই ভাবে বসা যায় না। এটা মন্দির। এখানে পা ভাঁজ করে আসনে বসতে হয়।’

তবে আদিত্যনাথের এই উস্কানিমূলক মন্তব্যকে অবশ্য তেমন কোনো পাত্তা দেয়নি কংগ্রেস। তাদের বক্তব্য, লোকসভা নির্বাচনে বর্ণহিন্দু ভোট বিভাজন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যোগী। সে কারণেই তিনি এই মন্তব্য করেছেন।

রাহুলকে কটাক্ষ করে আদিত্যনাথ বলেন, ‘নকল মে ভি আকল চাহিয়ে’। কংগ্রেস সভাপতি রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী শুক্রবার (২৯ মার্চ) দুপুরে অযোধ্যায় যাচ্ছেন। তাকেও কটাক্ষ করে আদিত্যনাথ বলেছেন, ভোট কাছে এসে না পড়লে কংগ্রেস ধর্মীয় স্থানে যাওয়ার সময়ই পায় না!

২০১৭ সালের নভেম্বরে রাহুলের সোমনাথ মন্দির দর্শনের সময়ে বিতর্কের সূত্রপাত। অভিযোগ ওঠে, রাহুল নাকি ‘অ-হিন্দু' হিসাবেই মন্দিরে ভক্তদের নাম লেখার খাতায় তার নাম সই করেছিলেন। কংগ্রেসের অভিযোগ, বিজেপি ইচ্ছে করে অ-হিন্দুদের নাম লেখার খাতায় রাহুলের নাম লেখায়। তবে যারা হিন্দু নন, তাদের ওই মন্দিরে ঢুকতে বিশেষ অনুমতি লাগে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।