ইবোলা প্রতিরোধে ওবামার নতুন উদ্যোগ
পশ্চিম আফ্রিকায় মহামারি আকারে ছড়ি পড়া ইবোলা ভাইরাস এবার যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত দু‘জন ইবোলা রোগী সনাক্ত হয়েছে দেশটিতে। ইবোলার সংক্রমণ ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি নানা পদক্ষেপ গ্রহণের ঘোষণাও দিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে ইবোলা ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
ইবোলা প্রতিরোধে বুধবার হোয়াইট হাউসে শীর্ষ সহযোগিদের সঙ্গে জরুরি বৈঠক করেন ওবামা। বৈঠক শেষে ওবামা ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে আফ্রিকান দেশগুলোকে সহায়তা করার ওপরও গুরুত্বারোপ করেন।
টেক্সাসে ইবোলা আক্রান্তের দ্বিতীয় ঘটনার পর ওবামা হোয়াইট হাউজে জরুরি এ বৈঠকে মিলিত হন। এতে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলসহ গুরুত্বপূর্ণ আরো কয়েক মন্ত্রী অংশ নেন।
এদিকে মার্কিন টেলিভিশনে প্রচারিত এক মন্তব্যে ওবামা বলেন, ইবোলা প্রতিরোধে বিশ্ব কার্যকর উদ্যোগ না নিলে আমরা সমস্যায় পড়তে পারি।
উল্লেখ্য পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে মারাত্মক আকারে ছড়িয়ে পড়া ইবোলা রোগে প্রায় সাড়ে চার হাজার লোক মারা গেছে। গত মাসে ইবোলা প্রতিরোধ কার্যক্রমে অংশ নিতে যুক্তরাষ্ট্র পশ্চিম আফ্রিকায় অন্তত তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দেয়ার পর থেকে ওবামা বারবার এ রোগ মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ যথেষ্ট নয় বলে সমালোচনা করছেন। সূত্র: বিবিসি।