ফ্লোরিডায় বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৭ মার্চ ২০১৯

যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান ফ্লোরিডার অরল্যান্ডোতে অবতরণ করেছে। বিমানটি নিরাপদেই জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছে।

ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ায় বিমানটি জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার অরল্যান্ডোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর জরুরি অবতরণের ঘোষণা দেন বিমানের ক্রু। পরে বিমানটি নিরাপদেই আবারও বিমানবন্দরেই ফিরে আসে।

তবে জরুরি অবতরণের সময় বিমানটিতে কোন যাত্রী ছিল না। বিমানটি ক্যালিফোর্নিয়ার ভিক্টোরভিলেতে যাচ্ছিল। কারণ দেশব্যাপী বাণিজ্যিকভাবে বোয়িং ম্যাক্স ৭৩৭ বিমানে নিষেধাজ্ঞা আনায় সাউথওয়েস্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের বিমানগুলো সংরক্ষণ করতে শুরু করেছে।

গত ১০ মার্চ ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান বিধ্বস্ত হওয়ার পর মার্চের ১৩ তারিখ থেকে যুক্তরাষ্ট্রে ওই মডেলের সব বিমান চলাচলে নিষেধাজ্ঞা আনা হয়। পাঁচ মাসের মধ্যে দু'বার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে বোয়িং ম্যাক্স ৮ মডেলের বিমান। দুর্ঘটনার কারণে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশেই বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান চলাচলে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।