হাতে লেখা পাসপোর্টে ভিসা দেবে না ভারত
ভারতীয় হাইকমিশন মঙ্গলবার থেকে আর হাতে লেখা পাসপোর্টে ভিসার আবেদন গ্রহণ করবে না। মঙ্গলবার থেকে আবেদনকারীদেরকে যন্ত্রে পাঠযোগ্য বা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। রোববার ভারতের ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অ্যাসোসিয়েশনের (আইকাও) সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ নভেম্বরের পর থেকে বিশ্বের কোথাও আর হাতে লেখা পাসপোর্ট গ্রহণযোগ্য হবে না। এ বিষয়টি বাংলাদেশ সরকারকেও জানানো হয়েছে। এ প্রেক্ষাপটে ২০১০ সালের ১ এপ্রিল এমআরপি তৈরি ও বিতরণ প্রকল্পের কাজ শুরু করে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর । তবে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের বেশির ভাগের হাতেই মেশিন রিডেবল পাসপোর্ট পৌঁছায়নি।
ভারতীয় পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে ২০১৪ সালে নয় লাখ ৪২ হাজারের কিছু বেশি বাংলাদেশি নাগরিক ভারতে ভ্রমণ করেন। চিকিৎসার প্রয়োজন ছাড়াও বিভিন্ন কারণে প্রতিবছর বাংলাদেশ থেকে ভারতে যায় বহু মানুষ। বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ই-ভিসা সুবিধা দেওয়ার বিষয়টি বারবার আলোচিত হলেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই ভারতীয় কর্তৃপক্ষের।
এআরএস/এমএস