অভিবাসী সংকট মোকাবেলায় জরুরি বৈঠক আহ্বান ইইউর


প্রকাশিত: ০২:৫৮ এএম, ৩১ আগস্ট ২০১৫

অভিবাসী সংকট মোকাবেলার জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে এক জরুরি বৈঠকে বসবেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা। ইইউ`র সভাপতি দেশ লুক্সেমবার্গ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিবাসী সংকট অন্য যে কোনো সময়ের তুলনায় সংকটজনক হয়ে উঠেছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স বলছে, ইটালি ও গ্রিসে পৌছনো মাত্রই অভিবাসীদের তালিকাভুক্ত করা হবে এবং তাদের আঙুলের ছাপ নেয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে আসা বহু অভিবাসীদের মধ্য থেকে কিছু মানুষকে নিজের দেশে ফেরত পাঠানোর প্রয়োজনে ‘সেফ কান্ট্রিজ অফ ওরিজিন’ বা ‘নিরাপদ দেশ থেকে আসা’ দেশের একটি তালিকা ইইউ-এর থাকা দরকার বলে মনে করে এই দেশ তিনটি। -বিবিসি

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।