১০ ইঞ্চির ট্যাবলেট আনছে এলজি
কম্পিউটার বাজারে মন্দাভাব কাটাতে নতুন নতুন সম্ভাবনাময় খাত খুঁজে বের করা এখন যেন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর। প্রতিনিয়তই নিয়ে আসছে নতুন নতুন সব প্রযুক্তিপণ্য। তেমনি দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি নিয়ে আসছে এলজি জি প্যাড টু ১০.১ ট্যাবলেট। সম্প্রতি ট্যাবলেটটি আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির নতুন এ প্রযুক্তিপণ্যটি গত বছর উন্মোচিত এলজি জি প্যাড ১০.১-এর পরবর্তী সংস্করণ। স্যামসাং ও অ্যাপলের মতো মোবাইল ডিভাইস নির্মাতারা এখন অত্যন্ত পাতলা এবং আল্ট্রা হাই রেজুলেশন ডিসপ্লের ট্যাবলেট সরবরাহের মাধ্যমে বাজার দখল বাড়াতে কাজ করছে। সেক্ষেত্রে এলজির ডিভাইসটি একটু ভিন্ন হবে বলেই মনে করা হচ্ছে।
এলজি জি প্যাড টুতে ১৯২০–১২০০ পিক্সেল রেজুলেশনের ১০ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হবে। এর আগের সংস্করণে ছিল ১২৮০–৮০০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে। এছাড়া নতুন ডিভাইসটিতে ৭৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে, যা দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম হবে জানানো হয়েছে।
জানা যায়, ২ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ২ দশমিক ২ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর থাকবে। ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধার এ ডিভাইসে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। এতে ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেলের সম্মুখ ক্যামেরা থাকবে। অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ অপারেটিং সিস্টেমভিত্তিক এ ডিভাইসের ওজন ৪৮৯ গ্রাম এবং পুরুত্ব ৭ দশমিক ৮ মিমি পাতলা।
আরএস/এমএস