চট্টগ্রামে হাসপাতাল নির্মাণ করবে অ্যাপোলো গ্রুপ


প্রকাশিত: ০৫:৩২ পিএম, ৩০ আগস্ট ২০১৫

রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রামে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে অ্যাপোলো হসপিটাল গ্রুপ। বাংলাদেশ থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে দিনকে দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে শাখা হাসপাতাল খোলার জোর চিন্তা-ভাবনা করছে গ্রুপটি।

শুধু চট্টগ্রামেই নয়, কলকাতাতেও আরো একটি শাখা হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও তাদের রয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ বলা সম্ভব না হলেও আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ও কলকাতাতে এ দু`টি হাসপাতাল নির্মিত হবে।

অ্যাপোলো হসপিটাল গ্রুপ, ইন্ডিয়ার প্রেসিডেন্ট অ্যান্ড সিইও (ইস্টার্ন রিজিওন) ডা. রূপালী বসু, রোববার কলকাতার গণমাধ্যমকে এ তথ্য জানান। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, যৌথ অংশীদারিত্ব না-কি অন্য কোনো পদ্ধতিতে হাসপাতালগুলো নির্মিত হবে তা এখনো চুড়ান্ত হয়নি।

তবে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। কলকাতার নতুন হাসপাতালটি উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাতে নির্মিত হবে বলে তিনি জানান।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।