মালিতে গ্রামে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে শতাধিক হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৪ মার্চ ২০১৯

কেন্দ্রীয় মালির একটি গ্রামে ঢুকে অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই অস্ত্রধারীরা ঐতিহ্যবাহী দোগোন শিকারীদের পোশাক পরে হামলা চালিয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, বন্দুকধারীরা মোপতির ওগোসাগৌ এলাকায় গ্রামবাসীদের বাড়ি-ঘরে হামলা চালানোর আগে পুরো গ্রাম ঘিরে ফেলেছিল।

মূলত ফুলানি সম্প্রদায়কে লক্ষ্য করেই শনিবারের ওই হামলা চালানো হয়। মালিতে জাতিসংঘের বিশেষ দূত এক বিবৃতিতে জানিয়েছেন, সেখানে বিভিন্ন জাতিগত সম্প্রদায় এবং জিহাদি গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা বেড়ে গেছে।

স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, শনিবার গুলি চালিয়ে এবং রামদা দিয়ে গ্রামের বহু মানুষকে হত্যা করা হয়েছে। প্রতিবেশী ওউয়েনকোরো গ্রামের মেয়র চেইক হারৌনা সানকারা এই হামলার ঘটনাকে ভয়াবহ হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন।

প্রায়ই দু'পক্ষের মধ্যে লড়াইয়ের ঘটনা ঘটে। একদিকে, দোগোনদের অভিযোগ ফুলানি সম্প্রদায়ের লোকজন জিহাদি সংগঠনগুলোতে যোগ দিয়েছে। অপরদিকে, ফুলানিদের অভিযোগ মালির সামরিক বাহিনী তাদের ওপর হামলা চালাতে দোগোনদের অস্ত্র দিচ্ছে। গত বছর দু'পক্ষের সংঘর্ষে কয়েকশ মানুষ নিহত হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।