পূর্বপশ্চিমবিডিডটকম নিয়ে আসছেন পীর হাবীব


প্রকাশিত: ০১:২৪ পিএম, ৩০ আগস্ট ২০১৫

এবার অনলাইন সাংবাদিকতা শুরু করতে যাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক পীর হাবীবুর রহমান। শিগগিরই পূর্বপশ্চিমবিডিডটকম নামে একটি নিউজপোর্টাল করবেন তিনি। এর সঙ্গে একটি সাপ্তাহিক পত্রিকা করারও চিন্তা করছেন পীর হাবীব।

জানা গেছে, ইতোমধ্যে নতুন এ অনলাইন গোছানোর কাজ শুরু করেছেন তিনি। এর আগে গত মঙ্গলবার মানব কণ্ঠের নির্বাহী সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন এ সাংবাদিক।

পীর হাবীবুর রহমান জাগো নিউজকে বলেন, আমি আগামী মাসের মাঝামাঝি সময়ে অনলাইনটির কার্যক্রম শুরু করবো। ডোমেইন নেওয়া হয়েছে। অফিস গুছিয়েই যাত্রা শুরু করবো। অনলাইনটি জাতীয় ধারার হবে।তবে এখানে রাজনীতি, অপরাধ, খেলা এবং বিনোদন গুরুত্ব পাবে।

তিনি বলেন, আমার সংবাদ মাধ্যমগুলোতে শুধু দুই বাংলার নয়, সারাবিশ্বের বাংলা ভাষার মানুষরা লিখতে পারবেন।

পীর হাবীবুর রহমান গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে যোগ দেন মানব কণ্ঠে। এর আগে ফেব্রুয়ারির শুরুতে তিনি ‘বাংলাদেশ প্রতিদিন’ ছাড়েন।

ওই সময় তিনি টেলিফোনে জাগো নিউজকে বলেন, আমি এবার নিজে কিছু করতে চাই। সেটি ছোট বা বড় যাই হোক। লেখালখি আমার চলার শক্তি। সেটি অব্যাহত থাকবে। মানুষের জন্য দেশি ও বিদেশি সংবাদ মাধ্যমে লিখে যাবো।

প্রবীন এ সাংবাদিক আরো বলেন, আমি মুক্ত ও স্বাধীন মানুষ। ছেলেবেলা থেকেই আমি বৃত্ত ভাঙতে শিখেছি। আমার শক্তির উৎস আমার ভিতর থেকে আসা লেখা। মানুষ আমার শক্তির জায়গা, মানুষ ও দেশকে ভালোবাসি। আমার পেশীতে নয়, কলমেই শক্তি। মানুষ ও দেশের কথা বলে আমার কলম।

যতদিন বাঁচবো মানুষের জন্যই লিখবো। যতদিন বাঁচি মুক্ত কণ্ঠেই কথা বলবো। যতদিন বাঁচি মাথা উঁচু করেই হাঁটবো। সবাইকেই যার যার নামেই ডাকবো।

এসএ/এএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।