ব্যাংককে মন্দিরে হামলায় মানব পাচারকারীরা জড়িত


প্রকাশিত: ০১:১৩ পিএম, ৩০ আগস্ট ২০১৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ইরাওয়ান মন্দিরে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তি মানব পাচারকারী চক্রের সদস্য। রোববার থাই পুলিশের মুখপাত্র প্রাউত থাভোর্নসিরি এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি থাইল্যান্ডে মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নামে থাই কর্তৃপক্ষ। এর জবাবে বোমা হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করছে দেশটির পুলিশ।
 
এর আগে শনিবার বোমা তৈরির সরঞ্জাম ও ১০টি পাসপোর্টসহ এক বিদেশি নাগরিককে আটক করে থাই পুলিশ। আটককৃত ব্যক্তি জাল পাসপোর্ট, মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত।
 
শনিবার সকালে ব্যাংককের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। অজ্ঞাত স্থানে তাকে সেনা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
সন্দেহভাজন আটক ওই ব্যক্তি প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন না বলে জানিয়েছেন থাইল্যান্ডের সেনাপ্রধান জেনারেল উদোমদেজ সিতাবুতর। এর ফলে জিজ্ঞাসাবাদে তেমন অগ্রগতি হচ্ছে না বলে তিনি জানান।
 
পুলিশের মুখপাত্র প্রাউত থাভোর্নসিরি বলেন, সন্দেহভাজন ব্যক্তি মানব পাচারকারী চক্রের সদস্য। চক্রটি অবৈধ অভিবাসীদের জাল কাগজপত্র জোগাড় করে দেয়। তিনি বলেন, মানবপাচারকারীদের বিরুদ্ধে থাই কর্তৃপক্ষের অভিযানের জবাবে বোমা হামলাটি চালানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট ব্যাংককের ইরাওয়ান মন্দিরে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ১১ জনের প্রাণহানি ঘটে। হামলার পর মন্দিরের সিসিটিভি ফুটেজে হলুদ টি-শার্ট পরা এক তরুণের পিঠে একটি ব্যাগ দেখা যায়। পরে বিস্ফোরণের সময় ওই তরুণ যখন মন্দির ত্যাগ করেন তখন তার পিঠে ব্যাগটি দেখা যায়নি।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।