কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩ জনে দাঁড়িয়েছে
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও ইসলামবাদ ঢালার দুয়ার এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে।
নিহতরা হলেন, উখিয়ার কামাল হোসেন মেম্বার, মহেশখালী উপজেলার নতুন বাজার বড় ডেইল বাস্তারমাথা এলাকার আমিরুজ্জামানের স্ত্রী রাজিয়া বেগম ও তার দুই বছরের শিশু পুত্র সাগর উদ্দিন।
রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ভোর রাত দেড়টার দিকে রাস্তা পারাপাররত একজন পাগলকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাসটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে উখিয়ার কামাল হোসেন মেম্বারের মৃত্যু হয়।
বাকি দু’জন চকরিয়ার মালুমঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতের রয়েছে বলে তিনি জানান।
স্থানীয় মসজিদের ইমাম হাফেজ আতাউল্লাহ জানান, রাত দুইটায় দুর্ঘটনার পর থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত উভয়পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে চরম দুর্ভোগের স্বীকার হন যাত্রীরা। পুলিশ এসে গাড়ি চলাচল স্বাভাবিক করেন।
তিনি আরো বলেন, সম্প্রতি একই এলাকায় আরো একটি ভয়ানক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছিলেন।
সায়ীদ আলমগীর/এমএএস/পিআর